রাজিবুল ইসলাম রক্তিম ,বগুড়া প্রতিনিধি।।
অবশেষে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ পুলিশের হাতে আটক হলো বগুড়ার সাবগ্রাম এলাকার কুখ্যাত সন্ত্রাসী ,খুনি ও হাফ ডজন মামলার আসামী জুয়েল চন্দ্র দাস(৩৬)। বৃহস্পতিবার রাতে শহরের ২টি ফাঁড়ী পুলিশের যৌথ অভিযানে তাকে পাকড়াও করা হয় । সে শহরতলীর সাবগ্রাম মালিপাড়া এলাকার বাসিন্দা কালীপদ দাস ওরফে মনোরঞ্জন দাসের ছেলে।
পুলিশ জানায় তার বিরুদ্ধে খুন অস্ত্রবাজী,রাহাজানী ছিনতাই সহ বিভিন্ন অপরাধে কমপক্ষে ৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। এদিকে তার এই গ্রেপ্তারের খবরে গোটা অস্ত্ররের বাসিন্দাদের মধ্য স্বস্তি ফিরে এসেছে।