এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে ২৫টি মামলায় ১ লক্ষ ১৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকাল পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ২টি মামলায় ৫ হাজার টাকা, দেবহাটা উপজেলায় ৩টি মামলায় ৮শ টাকা, কালিগঞ্জ উপজেলায় ৩টি মামলায় ৭৫ হাজার টাকা (১টি অবৈধ ইট ভাটার অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়), শ্যামনগর উপজেলায় ৫টি মামলায় ২৭ হাজার ৫শ টাকা, আশাশুনিতে ৪টি মামলায় ২ হাজার ৭শ টাকা, কলারোয়া উপজেলায় ৩টি মামলায় ৯শ টাকা এবং জেলা প্রশাসনের ৫টি মামলায় ৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।