স্টাফরিপোর্টার:
বাংলা নববর্ষ ১৪২৭ ঘটা করে পালন না করার অনুরোধ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নববর্ষের দিনে বিভিন্ন পেশার কর্মহীন শ্রমিকরা ইলিশ পান্তা খেতে যেত অনেক জায়গায়। কিন্তু করোনা ভাইরাসের কারণে কর্মহীন এই শ্রমিকগুলো সেই আশা থেকে বঞ্চিত হয়েছে। হয়েছে হতাশাগ্রস্ত। তাদের কথা চিন্তা করে বগুড়ার শেরপুরে বৈশাখের দ্বিতীয় দিন বুধবার সকালের আলো ফোটার আগে সেলুন শ্রমিক,ঝিয়ের কাজের শ্রমিক, জুতা পালিশ ওয়ালা, গাড়ীর হেলপার, ফুটপাতের ফল বিক্রেতাদের সহ প্রায় শতাধিক পরিবারের হাতে নিজ বাসা থেকে নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী তুলে দেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া।
এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন তিনি। এছাড়াও সবাইকে মহামারী অবস্থাকালীন ঘরে থাকার আহবান জানান।