সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের শিক্ষার্থীদের থাকা ব্যক্তি মালিকানাধীন ‘কলেজ ছাত্রাবাসের’ দুই মাসের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শাওন এই ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
একই সাথে তিনি তার চাচা সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শহীদুল ইসলামের সাথে আলাপ করে চাচার মালিকানাধীন সার্কিট হাউজ ছাত্রাবাসের দুই মাসের ভাড়া মওকুফ ঘোষণা করেছেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘বর্তমান বিশ্বের ন্যায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সারা বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশনা অনুসারে আমি (কলেজ ছাত্রাবাস) এর পরিচালক হিসেবে কলেজ ছাত্রাবাসে থাকা সকল শিক্ষার্থীর (০২ মাসের) মেছ ভাড়া মওকুফ ঘোষণা করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহিদুল ইসলাম চাচার পক্ষ থেকে সার্কিট হাউজ ছাত্রাবাসের (০২ মাসের) ভাড়া মওকুফ ঘোষণা করা হলো।
একই সাথে বর্তমান সময়ের দিক বিবেচনা করে সাতক্ষীরার সকল মেছ পরিচালক ও মালিকদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশনা অনুসারে (০২ মাসের) ভাড়া মওকুফ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি, এবং সাতক্ষীরার সকল শিক্ষার্থী ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি (০২ মাসের) ভাড়া মওকুফ করার জন্য যার যার স্থান থেকে মেছ কন্ট্রোলার, পরিচালক এবং মেছ মালিকের সাথে কথা বলতে এবং করোনার মহামারি ক্রান্তিলগ্নে সকলকে সরকারের নির্দেশনা অনুসারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
ঘরে থাকুন_সুরক্ষিত থাকুন।
হাসানুজ্জামান শাওন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা সদর উপজেলা শাখা।‘এ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ শিক্ষার্থী বাড়ি থেকে টাকা এনে পড়াশুনার খরচ চালান। এই পরিস্থিতিতে সকলে কর্মহীন হয়ে পড়েছে। তাই এমন উদ্যোগ নিয়েছি। একই সাথে সকল বাড়িওয়ালা ও মেস মালিকের প্রতি উদার হওয়ার আহবান জানাচ্ছি।