সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত হওয়া ৭০ বছরের নারীর ছেলের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান ।
তিনি জানান, ১১ এপ্রিল সংগ্রহ করে ১২ তারিখে পাঠানো নমুনা থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের একজনের পজেটিভ পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ বয়স ২২ তিনি সিরাজদীখানের প্রথম আক্রান্ত নারীর ছেলে। এই নিয়ে সিরাজদিখান উপজেলায় একজন নারীসহ করোনায় সংক্রমণ হলো ৩ জনের।
সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশফিকুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, কোভিড-১৯ আক্রান্ত এই রোগী এবং প্রথম আক্রান্ত হওয়া তার মা দুজনেই সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইশোলেশনে ভর্তি আছেন এবং দুজনেই সুস্থ্য আছেন ।