সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় সদরে করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় বাঁশদহা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মোহাম্মদ আলীর (৫০) কানপাটিতে চড় মেরেছেন আশিকুর রহমানের নামে নৌবাহিনীর সদস্য।এব্যপারে শনিবার সন্ধ্যায় গ্রামপুলিশ মোহাম্মদ আলী বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিগ অভিযোগ দাখিল করেন।
আশিকুর রহমান রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে ও বাংলাদেশ নৌবাহিনীতে (চট্রগ্রামে) কর্মরত।
উল্লেখ্য, শনিবার(১১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রামপুলিশ মোহাম্মদ আলীর কানপাটিতে চড় ও কিলঘুসি মারে আশিকুর রহমান। এতে গ্রামপুলিশ মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে যায় এবং সে আহত হয়। পরে অন্য গ্রামপুলিশ সদস্যরা তাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
বাঁশদহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, আমি শুনলাম মোহাম্মদ চৌকিদার সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মুখে মাস না থাকার বিষয়ে নৌবাহিনীর সদস্য আশিককে বললে সে চৌকিদারের মুখে চড় মারে। এতে গ্রামপুলিশ মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে গেছে।
সাতক্ষীরা সদর থানার এসআই রইচ উদ্দীন বলেন, ওই ব্যাপারে গ্রামপুলিশ মোহাম্মদ আলী বাদি হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।