বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে মহিলা হান্ডবল খেলোয়ারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় বদলগাছী লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ে যুব মহিলা হান্ডবল-২০১৮ এর চ্যাম্পিয়ন দলের ২৮ জন খেলোয়ারের মাঝে ১৫ কেজি চাল, আড়াই কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়। জাতীয় হান্ডবল দলের কোচ নাসিরুল্লাহ লাভলু এবং নওগাঁ জেলা ক্রিড়া সংস্থার মহিলা হান্ডবল দলের কোচ ও বদলগাছী সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী রজত গোস¦ামী নিজ উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহা.আবু তাহির। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক এম জামান পিন্টু, শিক্ষক নাজমুল হক প্রমূখ।