ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ধুনট স্টুডেন্টস ক্লাব। রবিবার দুপুরে ধুনট পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। ধুনট স্টুডেন্টস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য এফএম ফজলুল হক, কাউন্সিলর বাবুল আকতার, রনজু মল্লিক, ধুনট স্টুডেন্টস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, সহ-সভাপতি রাসেল আহমেদ, আরিফিন ইসলাম, মাসুক রানা, আনিছুর রহমান রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, নজরুল মল্লিক, তারেক, সিহাব, অন্তর, আদম প্রমূখ।