এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরার আশাশুনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে বর্তমান চেয়ারম্যান ডালিম ও সাবেক চেয়ারম্যান কুদ্দুস গ্রুপের মধ্যে সংঘর্ষে সরবত আলী মোল্যা (৫৫)নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন। ভাংচুর ও লুটপাট করা হয়েছে চেয়ারম্যানের বাড়িসহ কয়েকটি বাড়ি। এদিকে, পুলিশ সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে।নিহত সরবত আলী গদাইপুর গ্রামের মৃত সামছুর মোল্যার ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।