ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ৩ জনই পুরুষ বয়স ১৮-২২, তারা নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঠাকুরগাঁও এসেছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা মাহফুজার রহমান সরকার। আক্রান্তদের ২ জন হরিপুরে এবং ১ জনকে পীরগঞ্জে নিজ এলাকায় আইস্যুলেশনে রয়েছেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।
সিভিল সার্জন ডা মাহফুজার রহমান সরকার আরও জানান, ৪ র্থ দফায় আমরা ৯ জনের নমুনা শুক্রবার রংপুর মেডিকেলে পাঠাই। আজ ৩ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। ৪ দফায় পরীক্ষা করা হয়েছে এ জেলার ৬৮ জনের নমুনা। যাদের সনাক্ত করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২২ বছর। তারা ৩ জনই নারায়নগঞ্জ থেকে এসেছেন। সংশ্লিষ্ট গ্রামগুলোতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
উল্লেখ্য, করোনার ব্যপকতার কারণে লকডাউনকৃত ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ১৭ টি গাড়িতে করে নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁওয়ে ঢোকার মুখে আটক শতাধিক মানুষ পুলিশের হাতে আটক হন। এদেরকে হোম কোয়ারেন্টাইনে দেয়া গেলেও অনেকেই পালিয়ে গেছেন বলে প্রশাসন স্বীকার করে। এদিকে সাম্প্রতিক বেতন আনতে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের অনেকেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরেছেন এমন ধারণা জেলার অনেকের। এই পালিয়ে যাওয়া লোকজনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইন ও আইস্যুলেশনে না নেয়া গেলে করোনার ভয়াবহ আকার ধারণ করার আশংকা করছেন বিশেষজ্ঞরা।