সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামে ইতালী প্রবাসীদের অর্থায়নে ও তাদের পারিবারিক উদ্যোগে রাতের আঁধারে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্র সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মোল্লাকান্দি বালুচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী নেওয়াজ আলী মুন্সীর নেতৃত্বে গতকাল ১০ এপ্রিল শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত মোল্লাকান্দি বালুচর গ্রামের দুই’শত সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ২ টি সাবান পৌঁছে দেয়া হয়। এছাড়া ওই গ্রামের আরো ৫০ টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত মোঃ আলেক চাঁন মুন্সী, ইতালী প্রবাসী মোঃ আসাদুজ্জামান, সেলিম আহমেদসহ আরো অনেকে।