দ্বীন মোহাম্মাদ সাব্বির, বিশেষ প্রাতিনিধি:
ভদ্রঘাট ইউনিয়নের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটছেন ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণ।
এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) ভদ্রঘাট ইউনিয়নের ১০০ জন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগ। রাত কিংবা দিন সবসময় অসহায়দের বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন নেতাকর্মীরা।
বুধবার বিকেল ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে সেক্রেটারি টিএম মোস্তফা জয়। জানা যায়, করোনার প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ভদ্রঘাট ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক খান, সাধারণ সম্পাদক টি. এম. মোস্তফা জয়, ছাত্রলীগ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ আবির খান প্রমু্খ।
টি. এম. মোস্তফা জানান, আমরা কাজ করে যাচ্ছি। ফোন করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য। করোনার প্রকোপে মানুষের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। এর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমরা অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেব।