সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)অভিযানে ইয়াবাসহ মো.শাহিনুর রহমান (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এসময় তার কাছ থেকে ৯শ৭৫ পিচ ইয়াবা জব্দ করে র্যাব। আটক শাহিনুরের বিরুদ্ধে কলারোয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নাম¦ার নং-০৯, তারিখ-০৬/০৪/২০২০খ্রি.।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন বলেন, রবিবার(০৫ এপ্রিল) রাতে কলারোয়া উপজেলার মাদরা সরদার পাড়া থেকে তার নেতৃতে একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে, তার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কলারোয়ার মাদরা সরদার পাড়া গ্রামস্থ এলাকায় জনৈক পারভিন আক্তারের নির্মানাধীন একতলা পাকা বাড়ীর সামনের কেচি গেইট সংলগ্ন স্থান হতে মো. শাহিনুর রহমান কে আটক করি।সে উজেলার মাদরা সরদার পাড়া গ্রামের মো. আইজ উদ্দিনের ছেলে।এসময় তার কাছ থেকে ৯শ৭৫ পিচ ইয়াবা (নয়শত পঁচাত্তর), মোবাইল ফোন-০১ টি ও সীম কার্ড- ০১টি জব্দ করে।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ কলারোয়া থানার মামলা নং-০৯, তারিখ-০৬/০৪/২০২০খ্রিঃ ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়।