বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সরকারী ১৪ বস্তা চাল নিজ বাড়িতে হেফাজত করার অপরাধে ১ জনকে আটক করেছে থানা পুলিশ। জানা যায় সোমবার বিকাল ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিলাশবাড়ী গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সোহেল রানার বাড়ীতে অভিযান চালিয়ে সরকারী ১৪ বস্তা চাল জব্দ করে সোহেল রানাকে গ্রেপ্তার করে। জব্দকৃত ১৪ বস্তা চাল বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। সোহেল রানা জানায় সোমবারে সকালে বিলাশবাড়ী গ্রামের সরকারী চাল ডিলার ১০টাকা কেজি চাল বিতরন করেন। এ সময় গ্রহকরা চাল বিক্রি করলে তিনি বাজার মূল্যে ১৪ বস্তা চাল ক্রয় করেন। সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানায় অবৈধ ভাবে সরকারী চাল বাড়ীতে রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। থানা পুলিশকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।