সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের জ্যোষ্ঠ পুত্র আনিসুর রহমান রিয়াদ রাতের আধারে নিম্ন মধ্যবিত্ত ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাবার সামগ্রী পৌছে দেয়। গত শনিবার রাতে আধারে উপজেলা মালখানগর, মধ্যপাড়া, বয়ারাগাদি, ইছাপুরা এলাকায় নিম্ন মধ্যবিত্ত ঘরে ঘরে করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করাসহ এ খাবার সামগ্রী পৌছে দেয়।
আনিসুর রহমান রিয়াদ সমাজে বিত্তবান মানুষদের কাছে অনুরোধ করে বলেন এই সময় নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর পাশে দাড়ানোর জন্য। কারন তারা মুখ ফুটে কারো কাছে কিছু চাইতে পাড়ে না। এই মহামারী অবস্থা এই পরিবার গুলোর অবস্থা অনেক খারাপ। সেই সাথে দেশরতœ শেখ হাসিনার জন্য ও দেশের জন্য দোয়া প্রার্থনা করেন।
এই সময় সাথে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইম সিকদার, সহ-সভাপতি রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শুভ পোদ্দা, মালখানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান তমাল, সাধারন সম্পাদক নাহিদ জুবায়ের মামুন,মালখানগর কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ রুবেলসহ ছাত্রনেতা ফয়সাল,শুভ,লালন সহ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শুভ পোদ্দার বলেন, সবাই অতংকিত নয়, সচেতন হন। সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করুন।