বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক (২৮) নামে এক প্রবাসী যুবককে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এঘটনায় আহত হয়েছেন ৩ জন।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় পশ্চিমপাড়া এলাকায় । নিহত আবু বকর সিদ্দিক উপজেলার মাথাইলচাপর পূর্বপাড়ার ইউসুব আলী পুত্র। তিনি ছয় মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে সম্্রপতি দেশে এসেছেন। আহতরা হলেন, একই গ্রামের রুহুল আমিনের পুত্র শাবরুল বন্দর শ্রমিকলীগের সাধারন সম্পাাদক মনিরুজ্জামান (৩২), আবু তালেবের পুত্র পিকআপ ভ্যান চালক বাদল (২৬) এবং সাইফুল ইসলামের পুত্র সাগর (২৮)।
আহতদের মধ্যে মনিরুজ্জামান ও বাদল গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অপর আহত সাগর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) আজিম উদ্দীন জানান, হত্যার কারণ জানা যায়নি। স্থানীয় ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।