বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে করোনা মোকাবেলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাজার প্রাঙ্গন থেকে ১৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি লবণ ও ১টি সাবান বিতরণ করা হয়। এসময় সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির। আরো উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, ব্যবসায়ী বেলাল হোসেন, আবু বক্কর সিদ্দিক প্রমূখ।