সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরে করোনাভাইরাসের(covid-19)উপসর্গ নিয়ে হাছান (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সে গত এক সপ্তাহ ধরে জ্বর,সর্দি,কাশিতে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার(০২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার বল্লী ইউনিয়ানের নারানপুর গ্রামে তার নিজ বাড়িতে সে মারা যায়। এ নিয়ে এলাকাবাসির মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
কলেজ ছাত্রের মা রোজিনা খাতুন জানান, গত ৬-৭ দিন ধরে হাছানের জ্বর ছিল। তেমন খাওয়া-দাওয়া করতে পারেনি। পরে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছ থেকে ওষূধ নিয়ে খাওয়ানো হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। অতপর বৃহস্পতিবার রাত দশটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার গাল দিয়ে রক্ত বের হয়।মা ও বাবা ছাড়া মৃত্যু হাছানের লাশের পাশে ভয়ে আর কেউ নেই। ভয়ে লাশ দেখছে না এলাকাবাসী।স্থানীয় গ্রাম পুলিশ ওই বাড়িতে কাউকে ঢুকতে দিচেছ না। কিছু দূরে তার পরিবারের অন্য সদস্যরা অবস্খান করছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফেয়াত জানান, করোনার নমুনা সংগ্রহের জন্য একটি মেডিকেল টীম মৃত্যু হাছানের বাড়িতে পাঠানো হচেছ।