সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর উদ্যোগে করোনাভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে চাল, ডাল, তৈল,সাবান, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২ এপ্রিল) সকালে সাতক্ষীরা পৌরসভা, ধুলিহর ও ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক দুস্থ্য পরিবারের মাঝে ১৪দিনের খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
আসাদুজ্জামান বাবু বলেন,পর্যায়ক্রমে সদর উপজেলার বিভিন্ন এলকায় এই কার্যক্রম অব্যহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান বাবু সানা, ব্রাক্ষ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি দিলিপ কুমার, পৌর ২নং ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ, যুবলীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।