ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে খাদ্যের দাবিতে দুই শতাধিক দরিদ্র নারী ইউএনও অফিস (সদর উপজেলা) ঘেরাও করে।
বুধবার দুপুর ১২টায় শহরের বিভিন্ন পাড়া –মহল্লা থেকে এসব অনাহারী, অসহায় নারীরা তাদের শিশু সন্তানদের নিয়ে ইউএনও অফিসে আসেন। তবে ইউএনও অফিসের মুল ফটক বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি কেউ। গেটে দাঁিড়য়ে অপেক্ষা করছিলেন তারা।
শহরের কলেজপাড়া মহল্লা থেকে আসা আকলিমা খাতুন বলেন করোনা ভাইরাসে মানুষ মারা যাচ্ছে, এই ভয়ে আমাকে কাজ নিচ্ছে না বাসার মালিক । আমি আমার স্বামী পঙ্গু ও তিন সন্তানকে নিয়ে কি খাবো ? আবার বাসা ভাড়া দিতে হবে- এই বলে কেঁদে ফেলেন তিনি। হঠাৎ পাড়ার নাজমাও ঝিয়ের কাজ করে সংসার চালায়। এদের মত অনেকে কাজ হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন । এসব অসহায় নারীরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ছিলেন এক মুঠো খাবারের জন্য।
এ বিষয়ে জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, তাদের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদানের নিদের্শ দেয়া হয়েছে সদর ইউএনওকে । উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন যারা এখানে এসেছে তারা সবাই পৌরসভার বাসিন্দা। তাদের এ বিষয়টি মেয়র দেখবেন।