বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার কথিত বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি সিয়াম (১৩)নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মৃত সিয়াম এর বাড়ী গাবতলী উপজেলার মহিষাবান এলাকায়। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের একটি সূত্রে সিয়ামের মৃত্যু নিশ্চিত করা হলেও নিহতের মৃত্যু কারন জানাতে অপারকতা দেখানো হয়েছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অতি সমপ্রতি সিয়াম (১৩)কে গত সোমবার করোনা উপসর্গ (জ্বর,শ্বাসকষ্ট ও কাশি) সমস্যা নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হতে থাকলে সিয়াম সহ অন্য এক নারীকে বুধবার বিকেল ৩টার দিকে বগুড়ার করোনায় সংক্রামিতদের জন্য প্রস্তুতকরা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তির পর পরই তাকে হাসপাতালের কোয়ারান্টাইন ইউনিটে রাখা হয়।
সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী পাঠিয়ে দেওয়ার কথা ছিল। এদিকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তির কয়েক ঘন্টার মধ্যই সিয়ামের অবস্থার অবনতি হয় এবং বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু ঘটে।
এদিকেবিষয়টি নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক(আরএমও) শফিক আমিন কাজলের সাথে যোগাযোগ করা হলে তার ফোন থেকে এ মৃত্যু খবর নিশ্চিত করা হলেও মৃত্যু কারন জানানো হয়নি। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বশীলদের সাথে বার বার যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।