বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রথম বারের মত ৩জন সন্দেহভাজন রোগীকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া স্বাস্থ্য বিভাগের একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নামমাত্র বিশেষায়িত ঘোষনা দেয়া এই জেনারেল হাসপাতালটি সম্প্রতি করোনা ভাইরাস রোগে সন্দেভাজনদের জন্য প্রস্তুত করা এই হাসপাতালটিতে নেই কোন আইসিইউ ব্যবস্থা ,নেই কোন ডিজিট্যাল এক্সরে মেশিন , নেই কোন আধুনিক যন্ত্রপাতি। তার পরেও তরিঘড়ি করে সন্দেহ ভাজন করোনা রোগীদের জন্য এই হাসপাতালকে কোভিট-১৯ এর জন্য বিশেষায়িত হিসাবে দেখা হচ্ছে।
রবিবার প্রথম বারের মত করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩জনকে ভর্তির করার বিষয়টি জানিয়েছেন বগুড়া স¦াস্থ্য বিভাগের ডাঃ সামির হোসেন মিশু । এদের মধ্য জেলার সোনাতলা উপজেলা থেকে একজন কাহালু উপজেলা থেকে এক এবং রংপুরের এক ব্যক্তি রয়েছেন।
এদিকে সকালে সদরের মহাস্থান বন্দর এলাকায় ঢাকা থেকে আগত শাহ আলম (৫৫) নামের এক ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে । করোনা ভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গুরুত্বর অশুস্থ্য ওই ব্যক্তিতে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। জানা গেছে ওই ব্যাক্তির বাড়ি রংপুর মডার্ণ মোড় এলাকায় ।
শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী সহ সঙ্গীয় ফোর্স তাকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে পরিক্ষা- নিরীক্ষার জন্য পাঠালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।