বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় নিখোঁজের এক সপ্তাহ পর স্থানীয় একটি কবরস্থানের মধ্য থেকে পিয়াল(২৫)নামের এক অটো চালকের লাশ মিলেছে। ২৮ মার্চ শনিবার বিকালে শহরতলীর কুমিড়া এলাকার স্থানীয় গোরস্থান থেকে নিহতের গলিত লাশের সন্ধান মেলে।
পুলিশের ধারনা ওই লাশ শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার খোকা মিয়ার ছেলে অটো চালক পিয়ালের।
পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়. অটো চালক পিয়াল গত ২১ মার্চ শনিবার রাত থেকে নিখোঁজ ছিল। গত প্রায় এক সপ্তাহে তার সন্ধান মিলেনি।
এদিকে শনিবার (২৮মার্চ ) বিকালে শহরতলীর কুমিড়া এলাকার একটি স্থানীয় গোরস্থানের একটি কবরের মধ্য লাশ দেখতে পায় স্থানীয়রা । পরে পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌছে সদর থানা পুলিশের একটি দল ।
এলাকাবাসী জানান, স্থানীয় কবরস্থানের মধ্য ওই কবরটি বেশ পুরাতন।গত ১০/১৫দিনের মধ্য সেখানে কোন লাশ দাফন করাও হয়নি। কিন্তু ওই কবরের মধ্য উম্মুক্ত অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী ।
প্রাথমিক ভাবে নিহতের শরীরে থাকা কাপড় চোপড় ও নিহতের পারিবারীক বর্ননায় পুলিশের ধারনা লাশটি নিখোজ অটো চালক পিয়ালের।
শেষ খবর পর্যন্ত বগুড়া সদর থানা পুলিশের একটি দল ঘটনা স্থরে অবস্থান করছিল।