স্টাফরিপোর্টার:
করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনটমোড় এলাকায় ২৮ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় ও একজনকে আটক করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে যাতে কেউ বাহিরে অহেতুক ঘোড়াফেরা করতে না পারে, বিভিন্ন পরিবহনে যাত্রি বহন করতে না পারে এবং লকডাউন বিধি ভঙ্গ না করে সেজন্য শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স। এ অভিযানের নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ, সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানা ও শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ও থানার অন্যান্য সদস্যরা। তাদের সহযোগিতা করেন গ্রাম পুলিশের সদস্যরা।
এ সময় ঢাকা থেকে বিভিন্ন পরিবহন যাত্রী বহন করায়, মোটরসাইকেলে একের অধিক আরোহী নিয়ে চলাচল, মুখে মাস্ক ব্যবহার না করা ও বাড়িতে না থেকে অহেতুক রাস্তায় ঘোরাফেরা করায় ৫১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এছাড়াও একটি ট্রাকের (ঢাকা মোট্টো ট ২০-৪৭৩৫) চালক নঁওগা জেলার মহাদেবপুর উপজেলার চৌবাশিয়া গ্রামের সোলায়মানের ছেলে আব্দুল কুদ্দুস (৩২) কে গাঁজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।