স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরে আজ ২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে করোনা প্রতিরোধে লকডাউন বিধি অমান্য করায় প্রায় ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানা পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার কলেজ রোড, মহিপুর বাজার, গাড়িদহ বাজার, বাস্টান্ড এলাকা, ধুনট মোড়, রণবীরবালা ঘাটপাড় এলাকা বন মরিচা, টুনিপাড়া, শেরুয়া বটতলা, কেল্লা, বাগড়া, নন্দীগ্রাম রোড ও দুবলাগাড়ী এলাকায় বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় এবং রাস্তায় এলোপাথাড়ি ঘুরে বেড়ানোর কারণে ৮ জনকে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় কয়েকজনকে দেড় হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলার ধুনট মোড়, শেরুয়া বটতলা বাজার,বগুড়া বাজার, মির্জাপুর বাজার, ধুনট মোড়সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে মানুষের নিরাপত্তা বা জীবন বিপন্নকারী কাজ করায় ৪ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করেন।