বগুড়া প্রতিনিধি।।
বগুড়া শহরে র্যাবের সহযোগিতায় ওষধ মার্কেটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযান কালে এন্টিবাইয়োটিক বিক্রির রেজিষ্ট্রি খাতা না থাকায় ৪টি দোকানকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে করোনা ভাইরাস এরকারনে ওষধ সংক্রান্ত বিভিন্ন কারন অনুসন্ধানে বগুড়া র্যাব-১২ এর একটি বিশেষ দলের সহযোগিতায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল মারুফ ও নিবাৃহি ম্যাজিষ্ট্রেট মুহা ঃ আফজাল রাজনের নের্তৃতে ভ্রাম্যমান আদালত শহরের নদীবাংলা মার্কেটে বেশ কয়েকটি ওষধের দোকানে অভিযান চালায় । আদালত এসময় বিভিন্ন জবিন রক্ষাকারী ওষধ সমপর্কে অনুসন্ধান কালে এন্টিবাইয়োটিক ওষধ বিক্রির রেজিষ্ট্রি খাতা না থাকায় মার্কেটের ৪টি দোকান মালিককে ৩০হাজার টাকা জরিমানা করেন । বিজ্ঞ আদালত এসময় তাদের সতর্ক করেন।
এসময় বগুড়া জেলা ড্রাগ ইন্সপেক্টর মুহা ঃ আহসান কবির ও আদালত সহকারী জামিউল ইসলাম সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।