সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ ভারত সরকার নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সমগ্র ভারত জুড়ে ২১ দিন লক ডাউন ঘোষনা করায় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। তবে, আগে থেকে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারছেন।
আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সাধরন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১ দিনের জন্য সমগ্র ভারত জুড়ে লক ডাউন ঘোষনা করায় কার্যত ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ভোমরা শুল্ক ষ্টশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লক ডাউনের কারনে আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ্বজিত সরকার জানান, আগে থেকে আটকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা যারা ভারত রয়েছেন তারা দেশে ফিরতে পারলেও লক ডাউনের কারনে ভারতীয়রা তাদের দেশে ফিরতে পারছেনা।