স্টাফরিপোর্টার:বগুড়া ঢাকা মহাসড়কের শেরপুর ঘোগাবটতলা,মহিপুর জামতলা,ধনকুন্ডি এলাকায় লবনবাহী ট্রাক ও বাস-লড়ি পৃথক মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ জনসহ নিহত ৮।
জানাগেছে, বগুড়া শেরপুর উপজেলার ঘোগাবটতলা সিপি ফ্যাক্টরীর সামনে ঢাকাগামী লাব্বাইয়েক বাস নং-ঢাকা মেট্রো-ব-১৫৬৮৮৯ নামে একটি বাসের সাথে উত্তরাঞ্চলগামী একটি লবনবাহী ট্রাক যার নং- ঢাকা মেট্রো-ট-১৩১৬৬৮ মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়।
নিহতরা হলেন-নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কাজির হাট গ্রামের (১)আবুল হোসেন এর ছেলে-আব্দুল আলীম,(২)মিজানুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম,(৩)আপিয়ার রহমানের ছেলে রাজু, (৪)জয়নাল এরছেলে সাদ্দাম,(৫)মোর্মেদ আলীর ঝেলে মঞ্জুরুল ইসলাম আরেক জনের নাম এখনও পাওয়া যায়নি। তবে এরা সবাই লবনের ট্রাকএর যাত্রি ছিলেন। নিহতরা একই গ্রামের বাসিন্দা।
অপর দিকে আজ সকালে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় নওঁগাগামী লবণ বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬-১৩৫৫) এবং ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্র-ট-১৫-২০১১) মহিপুর জামতলা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে গেলে ট্রাকের উপর থাকা যাত্রী মৃদুল নামে একজন লবণের বস্তার নিচে চাপা পড়ে মারা যায়।নিহত যুবক জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার চেঁচরা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মৃদুল (২২)
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে আরেকটি ঘটনায় উপজেলার ধনকুন্ডি এলাকায় ট্রাক লাড়ি সংঘষেং আরো এজন নিহত হওয়ার খবর নিশ্চিক করেছে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির।