স্টাফরিপোর্টার:বগুড়া ঢাকা মহাসড়কের শেরপুর ঘোগাবটতলা এলাকায় লবনবাহী ট্রাক ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ পৃথক ঘটনায় আরো ১ জন নিহত হয়েছে।
জানাগেছে, বগুড়া শেরপুর উপজেলার ঘোগাবটতলা সিপি ফ্যাক্টরীর সামনে ঢাকাগামী লাব্বাইয়েক যার নং-ঢাকা মেট্রো-ব-১৫৬৮৮৯ নামে একটি বাসের সাথে বগুড়াগামী একটি লবনবাহী ট্রাক যার নং- ঢাকা মেট্রো-ট-১৩১৬৬৮ মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। নিহতের নাম ঠিকানা এখনও জানা যাযনি। উদ্ধার কাজে শেরপুর ফায়ার সার্ভিসের কাজ করছে।
বিস্তারিত পরে আসছে:
অপর দিকে আজ সকালে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় নওঁগাগামী লবণ বোঝাই ট্রাক (ঢাকা-মেট্র-ট-১৬-১৩৫৫) এবং ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা-মেট্র-ট-১৫-২০১১) মহিপুর জামতলা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে গেলে ট্রাকের উপর থাকা যাত্রী মৃদুল নামে একজন লবণের বস্তার নিচে চাপা পড়ে মারা যায়।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।