স্টাফরিপোর্টার:
সোমবার (২৩মার্চ) পর্যন্ত বগুড়ার শেরপুর উপজেলায় ১লা মার্চ থেকে ১৭০ জন বিদেশ ফেরত ব্যক্তিদের নামের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে দেশে ফেরার পর ৯২ জনের হদিশ মিলেছে। তবে এই ৯২ জনের কোয়ারেন্টাইন সংশয় রয়েছে।
ওদিকে পাওয়া যাচ্ছে না বাকি ৭৮ জনের হদিশ। তারা বেশির ভাগই কোয়ারেন্টাইনের বাহিরে বিচ্ছিন্ন ভাবে চলাফেরা করে আসছেন বলে মনে করা হচ্ছে।
একদিকে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার ভূমি জামসেদ আলাম রানা শেরপুর থানা পুলিশের সহযোগিতায় কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গত বুধবার থেকে বিভিন্ন এলাকায় আলাদা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা সহ কোয়ারেন্টাইনের বিধি নিষেধ সম্পর্কে অবগত করছেন। অন্যদিকে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কালাম আজাদ এর সার্বিক তত্তাবধায়নে পুলিশ কর্মকর্তারাও সকল বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টায় দিন-রাত কাজ করে যাচ্ছেন।
উপজেলা প্রসাশন, থানা-পুলিশ ও স্বাস্থ বিভাগ যথাক্রমে – উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী সেখ, সহকারী কমিশনার ভূমি জামসেদ আলাম রানা, শেরপুর থানার ওসি মো: হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল কালাম আজাদ ও উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা মো: আব্দুল কাদের Ñ এই সকল কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে আলাদা আলাদা তথ্য পাওয়া গেলেও একটি কথায় মিল পাওয়া গেছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। তবে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই।