স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরে আব্দুর রশীদ (৪০) নামে নিখোঁজ এক যুবকের পেটে ছুরি ঢোকানো হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রশীদ খামারকান্দি ইউনিয়নের নতুন পাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
গতকাল মঙ্গলবার রাত পোনে ৯টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় এলাকার নতুন পাড়া গ্রামের একটি বিলে মধ্য নৌকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ভাবে জানা গেছে, আব্দুর রশীদ আগের দিন সোমবার ২৩ মার্চ সোমবার বিকেলে বাড়ি থেকে নিকটবর্তি ভুট্টার জমিতে কাজ করার কথা বলে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সন্ধ্যার পর ওই গ্রামের একটি বিলে মাছের খাবার দেয়ার কাজে ব্যবহৃত নৌকার মধ্যে পেটে ছুরিবৃদ্ধ হাত পডা বাধা আব্দুর রশীদের লাশ দেখতে পায় স্থানীয়া। পরে খবর পেয়ে শেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে বগুড়া শজিমকে হাসপাতালের মর্গে পাঠায় ।
নিহতের প্রকৃত এই নৃশংস হত্যাকান্ডের কারন নিশ্চিত না হলেও শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) হুমায়ুন কবীর জানান, প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জেনেছে শ্বশুরবাড়ির সঙ্গে আব্দুর রশীদের দ্বন্দ্ব ছিল। নিহতের পরিবার থেকে দেয়া তথ্য যাচাই-বাছাই এবং ক্ষতিয়ে দেখা হচ্ছে ।