স্টাফরিপোর্টার ঃ
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের মুর্যাল নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, শফিকুল ইসলাম রাঞ্জু, মোহাম্মদ আলী মুন্টু।