স্টাফরিপোর্টার:
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ১৯ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার আটটি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাড়ালো ১৩২ জন। কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ইতালী ফেরত প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া তাড়াশে সৌদি আরব ফেরত এক নারীকে আটক করে পুলিশ পাহারায় বিদ্যালয়ের একটি কক্ষে কোয়ারন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে শাহজাদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাম্যমান আদালতের বিচারক শাহ মো. শামছুজ্জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে ইতালী থেকে আসা রফিকুল ইসলামকে নিয়ম না মানার জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে বার বার সতর্ক করার পরও তিনি বাইরে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌছে তাকে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করা হয়। রফিকুল ইসলাম উপজেলার গাড়াদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামের মুকুল হাজীর ছেলে।
এছাড়া জেলার তাড়াশ উপজেলায় সৌদি আরব ফেরত দুলালী নামে এক নারীকে আটক করে পুলিশ পাহারায় কোয়ারন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। তাড়াশ বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে হোম কোয়ারেন্টাইনে তৈরী করে ওই নারীকে সেখানে রাখা হয়েছে। এর আগে গত ১১ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান জানান, গত ১১ মার্চ ওই নারী সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিমানবন্দরে তার শরীরের তাপমাত্রা দেখে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তার ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। তিনি তা না করে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানার পর তার বাড়ি থেকে তাকে ধরে এনে তাড়াশ বিনসাড়া উচবিদ্যালয় একটি কক্ষে কোয়ারেন্টাইনে তৈরী করে ওই নারীকে সেখানে রাখা হয়েছে। তার বাড়িতে জায়গা না থাকায় একটি কক্ষে রাখা হয়েছে। এখা নে তার খাবার ও বাথরুমের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ ঘন্টায় আরও ১৯জন সহ মোট ১৩২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে বেলকুচির ২৪, উল্লাপাড়া ২৯ জন, রায়গঞ্জে ৮, সদর ১৪ জন , কাজীপুর ২১, শাহাজাদপুর ১৯, কামারখন্দ ১৬ ও তাড়াশ উপজেলায় ১ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজ-খবর রাখছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ ছাড়াই এদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জেলা সদরসহ নয়টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, মারাত্মক আক্রান্ত দেশগুলো থেকে যারা সিরাজগঞ্জে এসেছেন এদেরকেই কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে। সরকারী-বেসরকারি উদ্যোগে লিফলেট বিতরণসহ প্রচারণা কার্যক্রম চলছে। সভা সমাবেশসহ গণসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।