বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ “পরিচ্ছন্ন রাজনীতি যুবলীগের প্রতিশ্রুতি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ডাকবাংলোর মোড় থেকে সকাল সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর এসে মোড়ে শেষ হয়। র্যালী শেষে ডাকবাংলো হল রুমে কেক কাটা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদলগাছী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলমের সম্পাদনায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ. জা. ম. শফি মাহমুদ, সম্পাদক আবু খালেদ বুলু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ম-ল, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, গোলাম সাকলাইন সুবেল ও বাবর আলী। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম সাজু, রেজওয়ানুল করিম সুজন, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিন দর্পণসহ উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল স্তরের নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।