স্টাফ রিপোর্টার. বগুড়া শেরপুরের শুক্রবার বাল্যবিবাহ খবর পেয়ে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা। শেরপুর থানা বগুড়া পুলিশের সহযোগিতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন |
জানা যায়, বর মো ইব্রাহিমের বয়স ১৬ এবং কনে মোছাঃ সিমের বয়স ১৫ বছর। এ ঘটনায় বরের পিতা মোঃ কাজলকে বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭ অনুসারে ৩০০০০ টাকা এবং নাবালক হওয়া সত্ত্বেও বিয়ে পরিচালনা করার অপরাধে কাজী মোঃ আব্দুস সালাম কে ১০০০০ টাকা জরিমানা করা হয়। সাবালক হওয়া পর্যন্ত বর – কনে ২ জন নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন মর্মে স্থানীয় ২ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মুচলেকা নেওয়া হয়। এসময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্য বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করেন।