বগুড়া প্রতিনিধি।।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবির বিশেষ পৃথক অভিযানে গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ একজন এবং পৃথক ঘটনায় প্রাইভেট কারে ফেন্সিডিল এর চালান বহনকালে ২মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১শত বোতল ফেন্সিডিল ,জব্দ করা হয়েছে একটি কার।
গ্রেপ্তারকৃতরা হলো,শহরের পুরান বগুড়া এলাকার মৃত নওয়াব আলী শেখের পুত্র অস্ত্র ব্যবসায়ী আতাউর রহমান(৫৫) ফেনিডিল সহ গ্রেপ্তার দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগাই গ্রামের জসিমুদ্দিনের ছেলে মতিয়ার রহমান(৩৩) এবং অন্যজন একই উপজেলার নওপাড়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে রয়েল ইসলাম(২৪)।
জেলা পুলিশের একটি সূত্রে নিশ্চিত করে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইন্সপেক্টর আসলাম আলী ও এসআই নাসিম সঙ্গীয় ফোর্স সহ শহরের পুরানবগুড়া এলাকায় অস্ত্র বিক্রি করতে এলে ডিবির পাতা ফাঁদে অস্ত্র ব্যবসায়ী আতাউর রহমান ১টি গুলি ভর্তি ৭দশমিক বোরের বিদেশী পিস্তল সহ আটক হয়। এসময় পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন ও ৩রাউন্ড গুলি জব্ধ করে ডিবি।
এদিকে পৃথক এক ঘটনায় আগের দিন বুধবার সন্ধ্যা রাতে গোপন এক সংবাদের ভিত্তিতে শহরের ১ম বাইপাস মহাসড়কের বারপুর মোড় এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের প্রাঃ কার যার নং -(ঢাকা মেট্রো-গ-১১-০২১৭)এর গতীরোধ করে ডিবি টিম।এসময় ওই প্রাঃ কারে তল্লাশীকালে পেছনের ডিব্বার মধ্যে রাখা ১শত বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে তারা। এসময় প্রাঃ কারটিও জব্দ করা হয়।