সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২৯ কেজি ২শ৫০ গ্রাম ভারতীয় রূপার গহনাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
বুধবার(১৮ মার্চ) বিকালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির কমান্ডার হাবিলদার মাহবুব আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরচালানী মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটর সাইকেলে বাধানো একটি ব্যাগ থেকে ২৯ কেজি ২৫০ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনাসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা রাখা হয়েছে