আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশের উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা অব্যাহত রয়েছে।
বুধবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান থানার অন্যান্য অফিসার ও সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করেন। এরআগে গত কয়েক দিন থেকে থানা অফিসার ইনচার্জ আব্দল্লাহিল জামান, থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) তাজুল ইসলাম, অন্যান্য অফিসারগণকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে এ সংক্রান্ত লিফলেট প্রদান করাসহ সচেতনাতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।