আবু বকৱ সিদ্দিক :সরকারের নির্দেশনা মোতাবেক বিদেশ ফেরত ব্যক্তিগণ হোম কোয়ারা্নটাইনের শর্ত মেনে চলছেন কিনা তা নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ। এসময় ১৩/০৩/২০২০ খ্রিঃ তারিখে সৌদি আরব ফেরত লিমা আকতার (৩০),বনমরিচা বাসায় ও অভিযান চলোনা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার লিমাকে পৃথক গৃহে অন্যদের নিকট থেকে আলাদা থাকতে বলেন। এছাড়াও আলাদা থালা-গ্লাস ব্যবহার করতে বলেন। লিমা জানান,তিনি অন্যদের থেকে আলাদা রয়েছেন এবং সুস্থ্য রয়েছেন। এছাড়াও পৌরসভার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এসময় পৌরসভার সকাল বাজারস্থ চয়েস কোচিং সেন্টার বন্ধ না রাখায় মালিক লিটনকে জরিমানা করা হয়। এছাড়াও কলেজ রোড, বনমরিচা পূণ্যাতলাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।