ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে সিএনজি চালিত অটোরিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধ বালা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকালে (বগুড়া থÑ১১-৩৯৮১) সিএনজি চালিত অটো রিক্সা ধুনট থেকে ৫জন যাত্রী নিয়ে শেরপুর উদ্দেশ্যে রওনা দিয়ে বথুয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা (সিরাজগঞ্জ ড-১১-০৩৯১) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহাজানপুর এলাকার রেজাউল করিম (৪২) নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সিএনজির ড্রাইভার আবু হোরাইরা, যাত্রী সেলিনা, সুফিয়া, সুমি ও লাকী খাতুনকে গুরুতর আহত অবস্থায় ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ড্রাইভার আবু হোরাইরার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।