সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মত পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল রবিবারৃৃৃৃ(১৫ মার্চ) এবংআজ সোমবার(১৬ মার্চ)এই দুই দিনে এ বন্দর দিয়ে ১৬৭ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। তবে যাদের আমদানি অনুমতিপত্র রয়েছে, কেবল তারাই পেঁয়াজ আমদানি করতে পারছেন বলে জানা গেছে।
ভোমরা স্থলবন্দরের তথ্য কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রবিবার (১৫ মার্চ) এ বন্দর দিয়ে ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানী হয়েছিল। আর সোমবার (১৬ মার্চ) আরো ৭৯ ট্রাক পেয়াজ আমদানি হয়েছে। এদিকে প্রতি টন পেয়াজের মুল্য ৩শ’ ৫ মার্কিন ডলার বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।আমদানিকৃত পশ্চিমবঙ্গের পেঁয়াজ ২৭/২৮ টাকা এবং মহারাস্ট্রের পেয়াজ ৩৫/৩৬ টাকা পাইকারি দরে বিক্রি হয়েছে। অপরদিকে, সাতক্ষীরার বড়বাজারে
দেশি পেয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত। উল্লেখ্য ঃ গত বছরের ২৭ সেপ্টেম্বর ভারত সরকার আভ্যন্তরিন সংকটের কারনে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করে। এরপর দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও পেঁয়াজ আমাদানী হয়।