বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় গোয়েন্দা পুলিশ ডিবি’র পাঁতা ফাঁেদ অস্ত্র বিক্রি করতে এসে পাকড়াও হয়েছে রোকন খান রাজিব (৩৩)নামের এক অস্ত্র ব্যবসায়ী । বৃহস্পতিবার বিকালে শহরের তিনমাথা রেল গেট এলাকা থেকে গুলি ভর্তি অত্যাধুনিক পিস্তল সহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ ।
রোকন খান রাজিব কাহালু উপজেলার প্রতাপপুর গ্রামের আতাউর রহমান খানের ছেলে।
বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর আছলাম আলী পিপিএম ও এসআই মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্তে টিম ডিবির একটি চৌকস টিম শহরের তিনমাথা রেলগেট এলাকা হইতে ক্রেতা সেজে অস্ত্র ক্রয় করার সময় একটি বিদেশী ৭দমিক ৬ বোরের পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যগজিন সহ মোঃ রোকন খান রাজিবকে গ্রেপ্তার করে।