বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের রজত জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় কলেজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে কলেজ চত্ত্বরে রজত জয়ন্তীর কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপের সভাপতি অধ্যক্ষ সরল কান্তি সাহার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক এস এম ইউনুছার রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার চক্রবর্তী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সহ-সভাপতি ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সম্পাদক গোলাম মোস্তফা, নওগাঁ জেলা রোভারের সম্পাদক নাসিম আলম, সাবেক ভিপি আল মাসুম, সাবেক জি এস রেজা-উন-নবী স্যান্ডো, সাবেক জি এস আবু হাসনাত, সাবেক জি এস আখেরুল ইসলাম, মাহমুদুর রহমান, নিতেশ কুমার চক্রবর্তী, ইসতিয়াক আহম্মদ প্রমূখ। রজত জয়ন্তী অনুষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।