রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে শিল্পকলা একাডেমীর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সংকর কুমার দাস এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী,রায়গঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস,জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রবীন শিল্পী ওয়াসীম কুমার চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি কে এম রফিকুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মানিক গোস্বামী, রায়গঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ আলী, শিল্পকলার নেতৃবৃন্দ,ফেরদাউস আলম,সুপ্রীয়া সুত্রধর, রীতা সাহা, মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীত, চারুকলা ও নৃত্য বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।