সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সহ-সভাপতি প্রভাষক এমএ মাসুদ’র ও শিক্ষক মারজান খন্দকার দম্পতির ২য় পুত্র তাসনিম মাহমুদ নিরব প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
নিবর সুন্দরগঞ্জ পৌরশহরে অবস্থিত হাজী দবির উদ্দিন কিন্ডার গার্টেন থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ করে। সে বর্তমানে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। ভবিষ্যতে নিরব তার ভাই নাদিম মাহমুদ নিঝুমের মতই চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। নিরবের স্বপ্ন পূরণে তাঁর বাবা-মা ও পরিবারবর্গ সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।