বগুড়া প্রতিনিধি।।
বগুড়ায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ পুলিশের শিক্ষানবিশ কনষ্টবল ১৬৩তম ব্যাচের সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা এর প্রশিক্ষন কেন্দ্র নিশিন্দারা ৪র্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিতি হিসাবে উপস্থিত থেকে নবাগত পুলিশ ব্যাচের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন,
রাজশাহী রেঞ্জ পুলিমের ডিআইজি একেএম হাফিজ আক্তার ,বিপিএম(আর)। এসময় উপস্থিত ছিলেন ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার পুলিশ সুপার মুহা ঃ আবু সায়েম ও বগুড়ার পুলিশ সুপার মুহা ঃ আলী আশরাফ ভূঞাঁ বিপিএম (বার)।
সমাপনি আয়োজনে প্রধান অতিথি একেএম হাফিজ আক্তার নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক ভাষনে বলেন, বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অংশ হিসাবে সারাদেশে মেধাবীরাই কনষ্টবলে নিয়োগ পাচ্ছে । তিনি এসময় বলেন,মুজিব বর্ষে তোমরা জাতীর জনক বঙ্গবন্ধুর স্পপ্নের স¦াধীন বাংলাদেশের স্বাধিন বাংলাদেশের সেই স্বাধিন পুলিশ হিসাবে নিয়োগ পেয়েছ। তিনি, আল্লাহকে হাজির নাজির রেখে কর্তব্য পরায়নতায় নবাগতদের দেশ ও জনগনের সেবায় আত্বনিয়োগ করার জন্য আহবান জানান । এসময় প্রধান অতিথি নবাগত পুলিশ সদস্যদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।
গত ২০১৯ এর ২৫ আগষ্ট থেকে শুরু হওয়া ৬মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষন শেষে গতকাল শপথ বাক্য পাঠের মাধ্যমে প্রায় ৪শত ৯জন নবাগত পুলিশ সদস্য তাদের কর্মজীন শুরু করলেন।
এসময় বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৫জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
শরীর চর্চা (পিটি)তে নবাগত কনষ্টবল সূজন মিয়া ,প্যারেডে কনঃ শ্রাবন মোল্লা,একাডেমিক বিষয়ে আসাদুজ্জামান আশিক,মাসকেট্রি বিষয়ে কন্ঃনাহিদ হাসান এবং সকল বিষয়ে পদক লাভ করেন মুহা সানোয়ার হোসেন।
পরে নাবাগত পুলিশ সদস্যরা মনোজ্ঞ কুঁচকাওয়াজের মাধ্যমে মাঠ ত্যাগ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়ার মেয়র এ্যাডঃ একেএম মাহবুবুর রহমান ,পুলিশ সুপার মুহা হাসিব , পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার শফিউল ইসলাম, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, পুলিশ সুপার মুহা আব্দুল জলিল সহ বিভিন্ন সরকারী আধাসরকারী এবং শায়েত্ব শাষিত প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবিবৃন্দ