ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল উপজেলার গোগর চৌরাস্তা পিছলা পুকুর নামক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায় শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধায় তৈয়ব স্থানিয় একটি বাজারে যায় সেখান থেকে সে আর ওই দিন বাসায় ফিরেনি। ওই যুবকের নাম তৈয়ব আলী (৪৫)। তিনি ঝাড়বাড়ী গ্রামের মোঃ খমির উদ্দীনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ গোগর চৌরাস্তার পিছলা পুকুর নামক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
রাণীসংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম বলেন, মৃত ব্যক্তির লাশ পুলিশ মাটির নীচে থেকে উদ্ধার করে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।