বগুড়া শেরপুরে ২২ ফ্রেব্রুয়ারী শনিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ পেটস জোন এবং বগুড়া পোষাপ্রাণী যৌথ আয়োজনে বাংলাদেশ পেটস জোনের সভাপতি হাসানুর রহমান হাসানের সঞ্চালনায় বগুড়ার শেরপুরে রাডার সাইন্স একাডেমি এন্ড স্কুল মিলানায়াতনে পাখি শিল্পের উন্নয়নে যুব সমাজের ভুমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান (পিএএ) ।
সৌখিন পাখি পালকদের প্রতিনিধি হিসেবে বক্তব্যে রাখেন কৃষিবিদ মতিউল ইসলাম মিল্টন, পেটস জোনের সাধারন সম্পাদক আইটি স্পেশালিষ্ট আমীনুল হক বুলবুল, মৃধা মোঃ মাহমুদ্দুজ্জামান রোমেল,
সরোয়ার জাহান, হুমায়ন কবির, দীপ্ত রেজা, আবু বকর সিদ্দিক প্রমুখ ।
প্রধান আলোচক ডাঃ রায়হান তার বক্তব্যে বলেনঃ সারা বাংলাদেশ থেকে আগত বয়সে তরুণ বেশির ভাগ বিশ্ববিদ্যালয়/কলেজ পড়ুয়াসহ নানা পেশার মানুষ যারা গতানুগতিক চাকুরির পিছে ঘুরে হতাশার সাগরে বুদ না হয়ে অথবা অন্যপেশার পাশাপাশি সখের বসে বিভিন্ন পোষা প্রাণীকে মনস্তাত্ত্বিক শান্তির জন্য লালন পালন করে বর্তমানে একটি “টেকসই প্রাণিসম্পদ শিল্পে”দাড় করিয়েছেন আর অবদান রাখছেন চাকরির বিকল্প আত্বকর্মসংস্থানে। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ও উদ্যোগ “চাকরি নয় চাই আত্বকর্মসংস্থান” বাস্তবায়ন হোক এভাবেই