বগুড়া প্রতিনিধি।। বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম ) নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, ক্রীড়া বিনোদন শিক্ষার্থীদের মন ভালো রাখে। এ জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া বিনোদনের প্রয়োজন। তাই ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এমন সুন্দর আয়োজনই করেছে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুর রহিম খান চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. আল-হেলাল, বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক ও সিয়ামুল বারী রাব্বী প্রমুখ।