বগুড়া প্রতিনিধি।। বগুড়ায় বাংলাদেশ মানবাধিকার সামাজিক উন্নয়ন কল্যান পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের জলেশ্বরীতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম সুমন। সংগঠনের সাধারন সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিঃ সহ-সভাপতি মুহাঃ আব্দুল মালেক, সহ-সভাপতি সুজাউল ইসলাম, শিশির কুমার রায়, যুগ্ম সাঃ সম্পাদক জহির রায়হান ফরহাদ, সাংগাঠনিক সম্পাদক এম এ হাকিম, মো. আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল হালিম জুয়েল, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক নুর আলম, ক্রীড়া সম্পাদক আবুল বাসার রানা, সাংস্কৃতিক সম্পাদক একে এম রেজাউল করিম (নান্নু), তারিকুল ইসলাম, শ্রম সম্পাদক আব্দুল আউয়াল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ এস এম নুর-ই আলম সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন মো. শাহিদুল ইসলাম, তৌফিক সরকার, মো. তহিদুল ইসলাম, মো. রাসেল মিয়া, এস এম এ সুলতান, আল তুষার মোহাম্মাদ শামিম, আল আমিন নাজির, মোরশেদুর রহমান, মতিউর রহমান প্রমুখ। উক্ত সভায় সংগঠনের সার্বিক বিষয নিয়ে আলোচনা করা হয়। এ সংগঠনের প্রধান কাজগুলোর মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি করা, নারী নির্যাতন, যৌতুক সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া সমাজের অবহেলিত অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।